নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 90 বার
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বামনশিকড় মোড়ে জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) বিকেলে বামনশিকড় যুব উন্নয়ন সমিতি’র আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পারিলা ইউপি’র চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক নবীবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন ও মমতাজ বেগম, বামনশিকড় যুব উন্নয়ন সমিতি’র সভাপতি সুজন কবির ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক ডা. এমদাদুল হকসহ বামনশিকড় যুব উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১১:২৮ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel