শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাবাকে নিয়ে প্রবাসী ছেলের স্মৃতিচারণ

আরিফুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি:   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

বাবাকে নিয়ে প্রবাসী ছেলের স্মৃতিচারণ

কোথা থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না ।তারপর ও ভাবছি আর লিখছি। তিনি ছিলেন শুকুন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও সবার পরিচিত ডা: রাজনীতি ও ডাক্তারির এই মহান ২ টি কাজ করেছেন একসাথে নিরহংকার ভাবে।ডাক্তারদের কোনো দিন রাত নেই যখনই প্রয়োজন হতো ছুটে যেতেন মানুষের কল্যাণে ।সেটা হোক ঝড় বৃষ্টি দিন কিংবা রাত। এভাবেই চলতে থাকে উনার সেবা কার্যক্রম পাশপাশি রাজনীতি। ডাক্তারি হিসাবে উনি সেবা করেছেন সবার কিন্তু রাজনীতির মাঠে অর্জন করেছেন তিক্ত অভিজ্ঞতা ।শুকুন্দি ইউনিয়ন বি এন পির সেক্রেটারির দায়িত্ব পালন করে গেছেন সততা আর নিষ্ঠার সাথে। দল যখন ২০০১-২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল কোনো মানুষ তখন বলতে পারবে না আমার বাবা আনোয়ার ডা: ক্ষমতার অপব্যবহার করে কাউকে কিছু করেছেন কিংবা হয়রানি মূলক মামলা হামলা করেছেন ।উনি মনে প্রাণে বিশ্বাস করতেন রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য যেটি বলেছিলেন বি এন পির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়’ একদিন সরকারি কিছু বরাদ্দ আসছিলো আব্বার কাছে মানুষদের দেয়ার জন্য, আব্বা আমাকে বললেন আমি কিছু নাম বলি তুই একটু লেখে দে ।আমি বললাম বলেন আমি লিখছি,লেখার সময় আব্বা এমন কিছু নাম বললেন যারা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ।আমি বাধা দিয়ে বললাম আব্বা এরা তো আওয়ামী লীগ করে তাদের কেনো দিবেন? সেদিন আব্বার উত্তর শোনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম ।আব্বা আমাকে বললেন আরে বোকা তারা কোন দল করেন সেটা বড় বিষয় নয়,বিষয় হচ্ছে তারা গরীব কিনা আর এই অনুদানের যুগ্য কিনা ।সেদিন থেকে আমি বুজলাম সঠিক রাজনীতি হচ্ছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য। কিন্তু ক্ষমতার এক পিঠ দেখলাম বাবার মাধ্যমে, আরেক পিঠ দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। যেই মানুষ টা দিনের পর দিন কাজ করেছেন মানুষের কল্যাণে সেই মানুষ টিকে পিটিয়ে আহত করা হয়েছিল পাঁচকান্দী কলেজ মোড়ে ।রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল অসংখ্য ।দিনের পর দিন কোর্টের বারান্দায় ঘুরেছেন রাতের বেলায় বাড়ি ছেঁড়ে পালিয়ে থেকেছেন। এসব কিছু শুধু চেয়ে চেয়ে দেখেছি কিছু ই করতে পারিনি। আব্বা কে বললাম এটাই কি রাজনীতি?এটাই জন্যই কি আপনি রাজনীতি করছেন?আপনি না বলেছিলেন রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। এই কি তার নমুনা? সেদিন ও আব্বার উত্তরে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আব্বা বলেছিলেন এখানেই আমার দল বি এন পি আর আওয়ামীলীগের মধ্যে পার্থক্য ।তারা যা করছে তার ফল তারা পাবে জনগণ তাদের উচিত জবাব দিবে ইনশাআল্লাহ ।কিন্তু সেদিন খুব একটা বিশ্বাস হয়নি আসলেই কি জনগণ এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে? আসলেই কি উচিত জবাব দিবে?শেষ বার যখন আব্বার নামে মামলা হয় তখন আব্বা খুব অসুস্থ ।আমাকে বললেন বাবা আমি আর পারছিনা অসুস্থ শরীর নিয়ে এভাবে কোর্টে হাজিরা দিতে আর রাতে লুকিয়ে বাড়ির বাহিরে থাকতে ।আমার মনে হচ্ছে রাজনীতি টা ছেড়ে দেই ।যেই মানুষ টার কথায় আমি একটু একটু রাজনীতির সপ্ন দেখছি সেই মানুষটার এই কথা গুলো শুনে আমি সেদিন আব্বা কে সাহস জোগাতে বলেছিলাম আপনার নেত্রী তিন বারের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যদি মিথ্যা বানুয়াট মামলায় জেল খাটতে পারেন তাহলে আপনি কেন নন ।দেশের জন্য মানুষের জন্য আপনি লড়াই করছেন তাই আমি চাই আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত এভাবেই মানুষের জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ ।আব্বার কথা টাই সত্যি হলো জনগণই তাদের উচিত শিক্ষা দিয়েছে ।কিন্তু সেটা একটু দেরীতে হয়েছে ।আব্বা আর সেটা দেখে যেতে পারলেন না ।আব্বা মারা গেছেন আজ ৪ বছর ।এখনও প্রতিটা মহূর্তে আব্বাকে অনুভব করি ।অনেক ভালোবাসি আব্বা ।আপনার জন্য জীবনে কত টুকু করতে পেরেছি জানি না কিন্তু কোন দিন চেষ্টার কমতি রাখিনি ।ভুল গুলোর জন্য ক্ষমা চাই আর প্রতিনিয়ত আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার দুনিয়াবী সকল ভুল গুলো ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমীন ।আব্বা কে অনেকই সাহায্য করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো আজীবন ।আর যারা আব্বা কে আঘাত করেছেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তারা কি ঠিক করেছিলেন? আমি ও আমার বাবার মতো রাজনীতি করতে চাই ।দেশ ও মানুষের কল্যাণে জন্য যেটা আমার বাবা আনোয়ার ডা: শিখিয়ে গেছেন ।

সবশেষে একটা চাওয়া আমার বাবার ভুল গুলো ক্ষমা করে দিবেন আর আব্বার জন্য মন খুলে দোয়া করবেন।

 

বিঃদ্রঃ উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ প্রতিবেদকের নিজের মতো করে লিখেছেন। প্রতিবেদনে কোন তথ্যের ভুল থাকলে দৈনিক বাংলার নবকণ্ঠ বার্তা বিভাগ দায়ী নয়।

 

Facebook Comments Box

Posted ৮:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রূপা
(1561 বার পঠিত)
ছোটগল্প (দেনা)
(1075 বার পঠিত)
দূর দেশ
(923 বার পঠিত)
কচু শাক চুরি
(879 বার পঠিত)
কৃষ্ণ কলি
(854 বার পঠিত)

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins