মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বান্দরবানে শান্তিচুক্তির ২৫তম বর্ষপূতি উপযাপন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)

কৌশিক দাশ ,বান্দরবান :   |   শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট

বান্দরবানে শান্তিচুক্তির ২৫তম বর্ষপূতি উপযাপন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শান্তিচুক্তির ২৫তম বর্ষপূতি উপযাপন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) ।

শান্তিচুক্তির ২৫তম বর্ষপূতি উপযাপন উপলক্ষ্যে ২রা ডিসেম্বর (শুক্রবার) সকালে বান্দরবান সদরের উজানীপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলভিউ কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে এবং মুখে শ্লোগান দিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

পরে শান্তিচুক্তির ২৫তম বর্ষপূতি উপযাপন উপলক্ষ্যে হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের বান্দরবান জেলা কমিটির সভাপতি মং পু মারমা (হেডম্যান) এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চাকমা।
এসময় মানবাধিকার কর্মী এ্যাডভোকেট রাজীব দাশ,চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমাজতান্ত্রিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জর্না ধন দে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সমিরণ চাকমা (চামিং),পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রয়েল চাকমাসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের বান্দরবান জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পাহাড়ের শান্তিচুক্তির আজ ২৫ বছর পূর্ণ হলেও পার্বত্য চট্টগ্রামের মানুষ এখনো শান্তির দেখা পায়নি। প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা শান্তিচুক্তি ব্যাহত করে নিরীহ জনসাধারণকে অপহরণ,চাঁদাবাজি আর হত্যা করে পার্বত্য এলাকাতে অশান্তি সৃষ্টি করে রাখছে।

Facebook Comments Box

Posted ১০:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1037 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins