| মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: বাতাসের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) এ নিয়ে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
সিডিসির নির্দেশিকায় বলা হয়, বদ্ধ জায়গায় ভারী শ্বাস-প্রশ্বাস নেওয়ার মত কাজ যেমন যেমন গান গাওয়া, শরীর চর্চা ইত্যাদি ভাইরাস বহনকারী কণা তৈরি করতে পারে।
করোনায় আক্রান্ত ব্যক্তির থেকেই ছয় ফুট দূরে থেকেও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিডিসি। যদিও এটি অনেক বিরল বলে জানিয়েছে তারা।
গবেষকরা বলছেন যে, ভাইরাসের অ্যারোসল বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। বদ্ধ জায়াগায় এটি দুই মিটারের বেশি দূরে ছড়তেও পারে।
মার্কিন গবেষকরা গণমাধ্যমকে জানায় যে, দীর্ঘ সময় একটি বদ্ধ জায়গায় করোনা রোগীর সঙ্গে কম দূরত্ব বজায় রাখলে বাতাসের মাধ্যমে করোনা ছড়াতে পারে।
করোনা প্রতিরোধে জনগণকে ছয় ফুটের বেশি দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং বারবার হাত ধোয়া এবং অসুস্থ হলে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন।
Posted ১:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।