
মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 110 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র আশিক (১৩) আটোরিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করতো।আন্যান্য দিনের মতো শনিবার( ২৬/০২) আটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বেড়োনোর পর থেকেই সে নিখোঁজ ছিল। গতকাল সোমবার (২৭/০২) পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দূর্গাপুর এলাকায় কৃষিজমিতে মেলে আশিকের রক্তাক্ত নিথর দেহ। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে আশিকের মৃতদেহ সনাক্ত করে। এ বিষয়ে নিহতের বড় ভাই মোঃ জামান মিয়া সাংবাদিকদের জানান গতকাল থেকেই আমার ভাই নিখোঁজ ছিলো, বাঞ্ছারামপুর উপজেলার দূর্গাপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমার ভাইয়ের লাশ সনাক্ত করি। ধারণা করা হচ্ছে তার অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ জানান,আমরা খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরন করেছি।
বাংলাদেশ সময়: ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel