বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাঙালি জাতি সত্তায় অগ্নিঝরা মার্চ

  |   বুধবার, ৩০ মার্চ ২০২২   |   প্রিন্ট

বাঙালি জাতি সত্তায় অগ্নিঝরা মার্চ

 

নূরুদ্দীন দরজী:

মার্চ মাস চলে যাচ্ছে। মার্চ মাসকে বলা হয় অগ্নিঝরা মার্চ। বাঙালি জাতীয় জীবনে এ মাসের রয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এ মাস খুব‌ই তেজদীপ্ত,উদীপ্ত ও স্মরণীয়। এ মাসে যেমন আছে আনন্দ ,জয়োল্লাস, আবার আছে গভীর শোকগাঁথা। অন্যন্য এগারটি মাসের চেয়ে এ মাস আমাদের অনেক বেশি হাসি কান্নার সাথে জড়িত। এ জন্যই মার্চ মাসকে বলা হয় অগ্নিঝরা মাস। এ মাসে সত্যিই অগ্নি ঝরেছিল। উত্তাপিত হয়েছিল বাংলাদেশের মানুষ। এ মাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন ২৬ মার্চ। ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রহরে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এর পূর্বে ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লাখ লাখ জনতার জনস্রোতে দাঁড়িয়ে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তিনি।,৭ মার্চের ঘোষনায় সাগরে গর্জন উঠেছিল, বাতাস পেয়েছিল ক্ষিপ্র গতি,নদীনালা জলাশয় উঠেছিল ফুলে ফেঁপে। বাঙালির তাজা রক্ত টগবগিয়ে ঝরে ঝরে আর ও একটি বঙ্গোপসাগর সৃষ্টি করেছিল। তাঁর উদাত্ত ঘোষনায় উদ্ধুদ্ধ হয়ে সারে সাত কোটি বাঙালি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল।
অগ্নিঝরা মার্চের আর ও অনেক বিশেষ তাৎপর্য আছে। পয়লা মার্চ কুখ্যাত পাকিস্তানী সেনাশাসক ইয়াহিয়া পূর্বে ডাকা ৩ তারিখের জাতীয় সংসদ অধিবেশন মূলতবী ঘোষনা করেন। এ অধিবেশনে বঙ্গবন্ধুর হাতে শাসন ক্ষমতা দেওয়ার কথা ছিল। এর প্রতিবাদে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। ২ মার্চ আমাদের জাতীয় পতাকা দিবস। ১৯৭১ সালে এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব বাংলার আকাশে সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছিলেন। ১১ মার্চ বাংলার বীর সন্তান এ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের সংবিধান সভায় দাঁড়িয়ে বলেছিলেন সংখ্যাগরিষ্ঠ বাঙালির বাংলা ভাষা প্রতিষ্ঠার কথা। ৫২ এর আগ পর্যন্ত ১১ মার্চ ছিল বাঙালির ভাষা দিবস।
১৭ মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টঙিপাড়ায় জন্ম হয়েছিল একটি আগুনের ফুলকির। তিনি বাংলাদেশের মানুষের মুক্তির দূত। ঐ দিনে এ ফুলকির জন্ম হ‌ওয়ায় বাঙালি জাতি পেয়েছে মুক্তির ঠিকানা, পেয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
১৯ মার্চ ঢাকার কার্জন হলে দাঁড়িয়ে পাকিস্তানের জনক মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষনা করেছিলেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাংলার দামাল ছেলেরা এর তীব্র প্রতিবাদ করেন। ১৯৪৮ সালে এমনি প্রতিবাদে জিন্নাহ সেখানে আর কথাই বলতে পারেনি। ঐ দিন বাঙালি নেতা মোঃ শামসুল আলম জিন্নাহর সাথে গভীর তর্কে লিপ্ত হয়েছিলেন। ১৯৪০ সালের ২৩ মার্চ বাংলার বাঘ শের এ বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাবে ব্রিটিশদের কাছে দাবী করেছিলেন ভারত বর্ষের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এ প্রস্তাবে বাংলাদেশের ঈঙিত ছিল। আবার এ ২৩ মার্চ‌ই পাকিস্তানের স্বৈরাচারী প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ সংসদ অধিবেশন ও স্থগিত করলে বঙ্গবন্ধু সারা দেশে সাধারণ ছুটি ঘোষনা করেন। এ দিন থেকে অসহযোগ আন্দোলন পুরোদমে আরম্ভ হয়ে যায়।
২৫ মার্চ বাঙালি জাতির কালোরাত। এ রাতে ঢাকার নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানী হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে। ,অপারেশন সার্চ লাইট,নামে ইতিহাসের জগন্যতম হত্যাযজ্ঞ চালায়। বেনিয়ারা সর্বত্র নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসভাবে বাঙালি নিধন করে। রাতের শেষে বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যায়। বঙ্গবন্ধু ২৬ মার্চ- প্রহরে স্বাধীনতা ঘোষনা দেন। তাঁর আহবানে সাড়া দিয়ে বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে নিজেদের দেশ স্বাধীন করে।
-সর্বোপরি মার্চ মাস বাংলার মানুষের কাছে স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। মার্চ মাস জুড়ে থাকে বাংলা ফালগুন চৈত্রের আবহে বসন্তকাল। গাছ গাছালি রঙিন হয় আপন অবয়বে। সবকিছুই স্মরণ করে অতীতে এ মাসের ঘটে যাওয়া লোমহর্ষক দিকগুলো।আবহমান কাল মার্চ মাস বাংলার মানুষ ও এ জাতিকে করবে অগ্নিমন্ত্রে উদ্বেলিত। রক্তে জাগাবে শিহরণ। অগ্নিঝরা মার্চ জানিয়ে দিবে বাংলার অতীত ইতিহাসের কথা।
লেখকঃ সাবেক উপজেলা শিক্ষা অফিসার ((টিইও)

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কচু শাক চুরি
(853 বার পঠিত)
শূন্যতা
(669 বার পঠিত)
তোমাকেই বলছি
(593 বার পঠিত)
হেমন্ত
(458 বার পঠিত)
কাঁঠাল
(364 বার পঠিত)
বিজয় দিবস
(342 বার পঠিত)
শীত
(277 বার পঠিত)

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins