মনিরুল হক, বাগেরহাট প্রতিনিধি: | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বাগেরহাটে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং লিঙ্গ ভিক্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাংবাদিকদে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের হল রুমে মে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রাইট হেয়ার রাইটনা উপ্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা। ব্রাক এর জেলা কো-অর্ডিনেটর ইদ্রিস আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো:জিল্লুর রহমান, ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন এবং বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বাগেরহাট পৌরসভার বিভিন্ন উয়ুথ গ্র“পের সদস্যবৃন্দ। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন গণমাধ্যমে যৌন প্রজনন স্বাস্থ্য সেবা ইস্যুতে খবর প্রচার করা ও দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক পরিবর্তন, জেন্ডার বৈচত্রদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়তে জনসচেতনতা সৃষ্টি করা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সিএসই বাস্তবায়নে ভুমিকা রাখা ও তরুনদেও যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং লিঙ্গ ভিক্তিক ন্যায় বিচারের জন্য শক্তিশালী ফরম তৈরি করা।
প্রশিক্ষনের সপাপণী বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব ও যুব মহিলাদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে অবিভাবকদের আরও বেশী সচেতন হতে হবে। যুব প্রতিনিধিরা বলেন, পরিবার থেকে এ বিষয়ে আগে কাজ শুরু করতে হবে। এছাড়া ্রত্যক স্কুলে গিয়ে কৈশরকালীন সময়ে স্বাস্থ্যর গুরুত্ব বিষয়ে যুব সমাজকে সচেতন ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আরও সরাসরি কথা বলতে হবে এবং এ বিষয়ে সবাই এক যোগেকাজ করবে বলে সবাই প্রতিশ্র“তি দেয়।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।