• শিরোনাম

    বাগেরহাটে মোরেলগঞ্জে করোনায় এ আর খান ডিগ্রী কলেজের অধ্যক্ষের মৃত্যু

    শেখ সাইফুল ইসলাম কবির : | মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | পড়া হয়েছে 156 বার

    বাগেরহাটে মোরেলগঞ্জে করোনায় এ আর খান ডিগ্রী কলেজের অধ্যক্ষের মৃত্যু

    apps

    বাগেরহাটের মোরেলগঞ্জ এ আর খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ টিপু (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় মোরেলগঞ্জ নব্বইরশি বাসষ্ট্যান্ড সংলগ্ন মসজিদ চত্বরে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বঙ্গবন্ধুমেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পৌর বিএনপি সভাপতি আব্দুল মজিদ জব্বারের ছোট ভাই।

    আব্দুল আহাদ টিপু স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ বহু স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন।১৯৯৯ সালৈ তিনি এআর খান ডিগ্রী কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৬ সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন। তার অকাল মৃত্যুতে মোরেলগঞ্জে শোকের ছায়া নেমেছে । গ্রামের বাড়ি পিরোজপুরের শংকরপাশা গ্রামে তাকে দাফন দেয়া হয়।

    বাংলাদেশ সময়: ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ