
শেখ সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রতিনিধি: | রবিবার, ০৮ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 44 বার
বাগেরহাটে মোরেলগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে এক জনের জরিমানা
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধপথে সংযোগ নিয়ে বিদ্যুৎ চুরির দায়ে শহিদুজ্জামান শহিদ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।রবিবার বেলা ১২ টার দিকে পৌরসভার বয়রাতলা এলাকার বাসিন্দা শহিদকে হাতেনাতে ধরে ফেলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও মোবাইল কোর্ট পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, পুলিশের সহযোগীতায় দলটি শহিদের বাসভবনে অভিযান চালায়। এ সময় বৈধ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ধরা পড়ে। সে কারণে মোবাইলকোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel