শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | প্রিন্ট
শেখ সাইফুল ইসলাম কবির:বলেশ্বর নদের ৩০ কেজি ওজনের অজগর বিশ্ব ঐতিহ্য সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।বাগেরহাটের শরণখোলার উত্তর সাউলখালী গ্রামের জেলে লোকমান হাওলাদার সোমবার বিকেল পাঁচটার দিকে নৌকায় মাছ ধরছিলেন বলেশ্বর নদে। ঠিক তখনই তার নৌকার পাশ ঘেঁষে বিশাল এক অজগর সাঁতরে আসছিল কূলের দিকে। এসময় তিনি সঙ্গীয় জেলেদের নিয়ে কৌশলে ধরে ফেলেন অজগরটি। পরে সেটি তুলে দেন বনবিভাগের হাতে। ১৫ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৩০কেজি। উত্তর সাউথখালী ওয়ার্ডে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হালিম শাহ জানান, জেলেরা অজগরটি নদীতে ভাসতে দেখে ধরে কূলে নিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে বনবিভাগকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো.আ.মান্নান জানান, বলেম্বর নদ থেকে জেলেরা অজগরটি ধরে তাদেরকে খবর দেন। ১৫ফুট অজগরটির ওজন প্রায় ৩০কেজি হবে। রাত ৮টার দিকে সাপটি বগী স্টেশন অফিস সংলগ্ন বিশ্ব ঐতিহ্য সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।# ছবি সংযুক্ত আছে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।