• শিরোনাম

    বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    বাগেরহাট প্রতিনিধি ঃ | বুধবার, ০৮ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 43 বার

    apps

    বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষে, পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাদারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেনসহ আরও অনেকে। এ ছাড়াও দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারী, আধা-সরকারী স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    বাংলাদেশ সময়: ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ