এস.এম. সাইফুল ইসলাম কবির: | বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুর রহমান জয়ী হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ ভোটে নৌকা প্রতীকে তিনি ৯ হাজার ২৮০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৩৫ ভোট। রাত ৯টায় ইউনিয়ন রিটার্নিং অফিসার মো. আব্দুল কুদ্দুস এ ফলাফল জানান। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন হাওলাদার লাঙল প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট। বাতিল হয়েছে ২১৯ ভোট। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৫১৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৩০০ জনে।
Posted ২:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।