
মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ২৯ মে ২০২৩ | প্রিন্ট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন এলাকায় ভোররাতে বাড়ীতে ঢুকে নবম শ্রেনীতে পড়া এক শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টা করেছে এক মাদকাসক্ত লম্পট। পুলিশ পারভেজ হাওলাদার ওরফে পিঞ্জু (২৮) নামের ওই লম্পট কে গ্রেফতার করেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সোমবার সকালে মোড়েলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২০) এর ৯(৪)খ ধারায় একটি মামলা করেছেন। মামলার বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার পঞ্চকরন গ্রামের বদিউজ্জামান হাওলাদার ওরফে খোকার ছেলে পারভেজ হাওলাদার পিঞ্জু গত শনিবার ভোররাতে প্রতিবেশী ওই মেয়েটির বসত বাড়ীতে কৌশলে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করে।
এ সময় মেয়েটি মা টের পেয়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসলে পারভেজ হাওলাদার পালিয়ে যায়। মেয়েটির পিতার জীবিকার তাগিদে চট্রগ্রামে গার্মেন্টে কর্ম করেন। এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে পরামর্শ নিয়ে থানায় অভিযোগ করে। এ অভিযোগ পেয়ে থানা পুলিশ রবিবার রাতে পারভেজ হাওলাদার কে গ্রেফতার করে। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, ভিকটিমের মায়ের অভিযোগ পেয়ে আমরা পারভেজ হাওলাদার কে গ্রেফতার করেছি। পরে ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে আদলতে প্রেরন করা হয়েছে।
Posted ২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।