
মনিরুল হক, স্টাফ রিপোর্টার বাগেরহাট : | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি চরপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে ফরিদ উদ্দিন শেখ (৫৫) নামের একজন মাছ চাষীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিতলমারী থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফরিদ শেখের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। ফরিদ শেখ স্থানীয় আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মৃত রোকন উদ্দিনের ছেলে। মৃত ফরিদ শেখের পরিবার জানায়, বুধবার রাতের খাবার খেয়ে তিনি বাড়ী থেকে সামান্য দুরে মাছের ঘেরে যান। বৃহস্পতিবার সকালে ঘেরের পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। পরে থানা পুলিশ এসে লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, উদ্ধার হওয়া লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। পরিবারেরও কোন অভিযোগ নাই। ধারনা করা হচ্ছে ঘের পাহারা দিতে গিয়ে শীতজনিত কারনে তিনি হয়তঃ ষ্ট্রোক করে মারা গেছেন। তারপরও ময়না তদন্ত রিপোর্ট পেয়ে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Posted ১১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।