এনামুল হক, শেরপুরঃ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
শেরপুরের ঝিনাইগাতী উপজেলাস্থ বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান আহমেদ। ১১ জানুয়ারি (বুধবার) দুপুরে এই পরিদর্শন কালে তিনি শ্রেণি পাঠদান কার্যক্রম, লাইব্রেরী পরিদর্শন, আইসিটি বিষয়ে শিক্ষাদান পদ্ধতি সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্য জেলা শিক্ষা অফিসার বলেন, “বিশ্ব জয়ের হাতিয়ার তথ্যপ্রযুক্তি। এই লক্ষ্যে ল্যাপটপ এর যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান আহরণ করে আগামী দিনে নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। এখন শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি চর্চার অন্যতম কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সবাইকে মনোযোগ সহকারে ক্লাশে অংশ গ্রহণ করতে হবে। যাতে করে ভবিষ্যৎ জীবনে আইসিটির দক্ষতা কাজে লাগানো যায়। চাকুরী জীবনে আইসিটি দক্ষতার বিকল্প নেই।
এসময় অন্যান্যদের মধ্যে ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মস্তুফা কামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার উল্ল্যাহ চেয়ারম্যান, প্রধান শিক্ষক মাহবুব রহমান ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম সহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।