আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনায়েত মোল্লা, পহেলা মে শনিবার সকল পরিবহন শ্রমিকদের মাহামারি করোনা রোগ থেকে মুক্তির জন্য দোয়া ইফতার মাহফিল এর আয়োজন করেন।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনায়েত মোল্লা বলেন করোনাকে ভয় নয়, জয় করতে হবে সতর্কতা অবলম্বন করে ভাইরাস সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে হবে।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, কোনোভাবেই যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছ না। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। ভ্যাকসিনের পাশাপাশি সতর্কতা, সচেতনতা ও পরিষ্কার থাকায় আপাতত এ ভাইরাস প্রতিরোধের একমাত্র কৌশল। আমরা নিজে সুস্থ থাকবো এবংপরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবো, জন সমাগম থেকে দুরে থাকবো,
এসময় উপস্থিত ছিলেন আশুরিয়া থানা কমিটির নেতাকর্মী সহ ইয়ারপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনায়েত মোল্লা, যুগ্ন- সাধারণ সম্পাদক কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক রিপন কাজি,আমিনুর,নাজমুল,নাহিদ,শাহিন সাজ্জাদ হৃদয় এবং এলাকার ব্যক্তিবর্গ ।ইফতার মাহফিল এ বিশেষ দোয়া শেষে মাস্ক বিতরন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।