রাহিমা আক্তার রীতা | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর ৮০৮ তম কমিশন সভা অদ্য ২০/০১/২০১২ তারিখে কমিশনের সভা কক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে নিম্ন বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে ঃ
০১. কমিশন অদ্যকার সভায়, বে-মেয়াদি ‘UCB Taqwa Growth Fund (Open-end)-এর খসড়া
প্রসপেক্টাস অনুমােদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাUCB Asset Management Limited ০৫ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ১৪.২৮৫ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো UCB Asset Management Limited|। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড। কমিশন অদ্যকার সভায়, Envoy Textile Limited এর ৮৭ (সাতাশি) কোটি টাকার ০৫ (পাঁচ) বছর মেয়াদীFully Redeemable Non-Convertible Cumulative Preference Share 93 21815 catha করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত Preference Share টি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে যার অভিহিত মূল্য ১০ টাকা, কুপন হার ৭%-৭.৫০%। উল্লেখ্য, এই ইস্যুর মাধ্যমেEnvoy Textile Limited এর একটি Blended Yarn Project বাস্তবায়ন এবংব্যাংক ঋণ পরিশােধ করা হবে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।