এনামুল হক,শেরপুরঃ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 220 বার
বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি (বাসপ্রশিস)এর ২১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ নভেম্বর সোমবার সকালে শেরপুর পৌরশহরের নিউ মার্কেটরস্থ জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার দাবিতে “বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি” (বাসপ্রশিস) এর কেন্দ্রীয় কমিটি গত ১৩ অক্টোবর শেরপুর জেলা কমিটিতে ধাতিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হককে আহবায়ক এবং মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন দুলালকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ও সহকারি প্রধান শিক্ষকগণ বলেন, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সুচনা লগ্ন থেকে শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করছেন। এসময় বক্তরা বাংলাদেশ সরকারের কাছে পাচঁ দফা পেশ করেন। ১. প্রতিষ্ঠান প্রধান সহ সকল পদে কর্মরতদের যুগোপযোগী চাকুরী বিধি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ২. উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে ডেপুটেশনে কাজ করার সুযোগ প্রদান করা। ৩. কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত সরকারিভাবে তদারকির ব্যবস্থা করা। ৪. সহকারী প্রধান শিক্ষকদের ম্যানেজিং কমিটিতে সহকারী সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করণ। ৫. সরকারি বেসরকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ইত্যাদি।
বাংলাদেশ সময়: ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel