শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও স্বনির্ভর অর্থনীতির পথে যাত্রায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের জিয়া পরিষদ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কনফারেন্সে হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদ এর সভাপতি শেখ আব্দুল কুদুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী মো. ওবায়দুল হক।

এছাড়া আলোচ্য সভায় জিয়া পরিষদের বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, বিডিবিএল ও বেসরকারি ব্যাংক ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামস তাবরিজি ভূইয়া স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এম. মাহবুবুর রহমান, জনতা ব্যাংক শাখার সাবেক সভাপতি গোলাম মোস্তফা সেলিম, সোনালী ব্যাংক শাখার সভাপতি সুভাষ চন্দ্র চাকমা ও অগ্রণী ব্যাংক শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ বলেন, শহীদ জিয়ার কর্মজীবনকে তিনটি ধাপে ভাগ করা যায়। প্রথমত তার পেশাগত জীবন, দ্বিতীয়ত মুক্তিযুদ্ধকালীন সময় এবং পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসাবে তার অবদান। জাতির সংকটকালীন সময়ে শহীদ জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

বক্তারা যার যার অবস্থানে থেকে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করা এবং অর্থনৈতিক সেক্টরে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ও সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

সভাশেষে হানিফুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুসের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা করেন।

সভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদ এর যুগ্ম সম্পাদক শফিউল আজম ফাহিম।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins