খোরশেদ আলম, | সোমবার, ০৮ মার্চ ২০২১ | প্রিন্ট
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিবো, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমাদের যার যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়বে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের পর বাংলার দামাল ছেলেরা পশ্চিম পাকিস্তানের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েন।
রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি’ উপলক্ষে বাংলাদেশ পুলিশ আজ ঐতিহাসিক ৭ই মার্চ সারা দেশে একযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাশিমপুর থানা আনন্দ উৎযাপন করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রেজওয়ান আহমেদ, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবে খোদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম আসকর, গাজীপুর মহানগরের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোন্তাজ উদ্দিন মন্ডল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ দবির সরকার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ মোশাররফ হোসেন, ১ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম গায়েন, ছাত্র লীগ নেতা সোহেল রানা,সহ আওয়ামী লীগের নেতা কর্মীসহ এর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।