| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
আজ সকাল ১০ ঘটিকায় আগারগাওয়ের পর্যটনভবনে পর্যটন কর্পোরেশন ও টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা, জনাব জামিল আহমেদ, পরিচালক (যুগ্ম সচিব- বাণিজ্যিক),জনাব এ কে এম তারেক, পরিচালক (যুগ্ম সচিব- প্রশাসন), জনাব মোঃ মাহমুদ কবির, পরিচালক (যুগ্ম সচিব- পরিকল্পনা) জনাব মোঃ শওকত ওসমান, মহাব্যবস্থাপক (বিএফ ও- উপসচিব) জনাব মোঃ জিয়াউল হক হাওলাদার, মহাব্যবস্থাপক (পরিকল্পনা পরিসংখ্যান ও প্রশিক্ষণ)।
টুরিস্ট পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন অতিরিক্ত ডিআইজি ঢাকা-সিলেট- ময়মনসিংহ
ডিভিশন, জনাব মোঃ নাইমুল হক পিপিএম, পুলিশ সুপার ঢাকা রিজিয়ন, নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন ও মোঃ শফিকুর রহমান পিপিএম, ইন্সপেক্টর ইনচার্জ -ঢাকা জোন।
বাংলাদেশে পর্যটনের বিকাশ এবং উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলো উন্নত দেশের আদলে প্যাকেজ প্রোগ্রাম করার আলোচনা হয়। তাছাড়াও আরো বেশি বেশি করে পর্যটন স্পট গুলো চিহ্নিত করে বিশ্ব দরবারে প্রচার করার বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয় টুরিস্ট পুলিশকে তাদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এবং একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ৮:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।