আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কানসাই ছাত্রলীগ জাপান শাখার উদ্যোগে কেক কাটা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় জাপানের কোবে শহরে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কানসাই জাপান শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রিয়াদ মাহমুদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাজকিরুজ্জামান সৈকত, উপসচিব অর্থ মন্ত্রণালয়। মোঃ ইউসুফ চৌধুরী, উপ-পরিচালক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখার সাংগঠনিক সম্পাদক, তারিকুল ইসলাম (নয়ন)।হিওগো বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্য রাজু চৌধুরী। কোবে বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্য মো:ফয়সাল চৌধুরী। কানসাই বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্য মোঃ রহমান। সেই সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরগন।বাংলাদেশ ছাত্রলীগ কানসাই জাপান শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম,মো: ফরহাদ হোসাইন, মো: রিয়াদ মাহমুদ।সাংগঠনিক সম্পাদক সাহরিয়ার এবং বাংলাদেশ ছাত্রলীগ কানসাই জাপান শাখার বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীরা। কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।