| সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার আলোচনা সভা, কাঙ্গালী ভোজ, দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
এরই প্রেক্ষিতে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী মুখ্য অঞ্চল এর নেতৃবৃন্দ।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন বিকেবি, অফিসার্স ঐক্য পরিষদ ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী অঞ্চলের কার্যকরী সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান আফরাত, নরসিংদী অঞ্চলের সিবিএ সভাপতি শাহিন মিয়া, কার্যকরী সভাপতি মাধব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Posted ৭:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।