বিশেষ প্রতিনিধিঃ মোঃ আবুল কাশেম | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও তার স্ত্রী শিল্পী এবং একমাত্র কন্যা গৌরীসহ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে স্ব-পরিবারে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (০৫ জুলাই) নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আজ সকাল ১১টায় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। বক্তাগণ আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রমনা ভবন জামে মসজিদেও ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা খলিলুর রহমান।
Posted ১১:০৬ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।