
মোঃ ওমর ফারুক : | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) ঢাকা বিভাগ, ঢাকা জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে ৮ এপ্রিল ২০২৩ “শিক্ষক প্রশিক্ষণ ও স্কুল নিবন্ধনের” বিষয় নিয়ে সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শ্যামলীস্থ মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মিলনায়তনে ঢাকা বিভাগের আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে কে এম মহিউদ্দিন ও সেলিনা খাতুন এর সভাপতিত্বে এবং মোহাম্মদ আসাদুল্লাহ ও প্রিন্সিপাল মোহাম্মদ আমির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. দিদারুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ’র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও ইনকিলাব সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম নজরুল ইসলাম খান, এম এ মান্নান মনির ও জয়নাল আবেদীন। এতে বিশেষ বক্তা ছিলেন অধ্যক্ষ ছৈয়দুল আজাদ, বক্তব্য রাখেন মো. রুহুল আমিন, মোহাম্মদ ওয়ারেস আলী,শফিকুল ইসলাম সবুজ, মোহাম্মদ জুয়েল ইসলাম, ইঞ্জিনিয়ার আহসান হাবিব, মোহাম্মদ মোখলেসুর রহমান,মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া।
এতে আরো উপস্থিত ছিলেন মফিজুর রহমান, রোকেয়া খুশি, ফারজানা আক্তার, জাকির হোসেন, সালাম ভাইয়া, মোহাম্মদ নুরনবী, শামসুল আবেদীন, এমালউদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ রবিউল আউয়াল, শহিদুল ইসলাম খান, শফিকুল ইসলাম শিহাব, রওশন আলী, জুয়েল ইসলাম প্রমূখ। সভায় প্রায় শতাধিক স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।সভায় নতুন কারিকুলামে পাঠদানের জন্য উপযুক্ত প্রশিক্ষণ বাস্তবায়ন ও সকল স্কুলের জন্য একাডেমিক ক্যালেন্ডার তৈরির উপর গুরুত্বারোপ করা হয়।
Posted ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।