এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ০৯ জুন ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য,শেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,৯নং চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদুজ্জামান’র কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ৯ জুন বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে জেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে খোরশেদুজ্জামান’র কবর জিয়ারত করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদুল হক মিনু,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,উপদপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের সার্বিক খোজ খবর নেন হুইপ আতিক। উল্লেখ্য,গত ৬জুন রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন তিনি ,পরে তার নিজ বাড়ির পাশে তার দাফন সম্পন্ন করা হয়।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।