
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | পড়া হয়েছে 80 বার
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠাই মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা হয়েছে। শনিবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়। পরে বিজয় শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। জামালপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব আনোয়ার হোসেন ছানু, বক্তব্য রাখেন। বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা ।আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী কৃষকলীগ ,জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিজয়ী শোভাযাত্রাটি সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ৬:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel