শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ কমিটির মাধ্যমে ত্রান সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের  ত্রান ও সমাজ  কল্যাণ  উপ কমিটির  মাধ্যমে ত্রান সামগ্রী  বিতরন

বিশ্বব্যাপী কোভিড -১৯ সংকট বাংলাদেশেও প্রভাব বিস্তার করেছে। এপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। এ দ্বিতীয় ঢেউ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞায় অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করার নানাবিধ পন্থা অবলম্বন করছেন। বিশেষ করে জীবন এবং জীবিকাকে সমন্বয় করে জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস এর বিরুদ্ধে নানাবিধ কর্মসূচি গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের এ দুযোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের পাশে সম্ভাব্য সকল উপায়ে পাশে দাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বরাবরের মতোই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের বর্তমান ঢেউ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম আরো বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এপ্রেক্ষিতে অদ্য ২৫ এপ্রিল ২০২১ রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযালয় হতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচির শুভ সুচনা করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কাযনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, উপ-কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আখলাকুর রহমান মাইনু, ডা. হেদায়াতুল ইসলাম বাদল, মো. হারুন অর রশীদ, মো. মিজানুর রহমান, আমিনুর রশীদ দুলাল, মো.মাহবুব রশীদ, আকাশ জয়ন্ত গোপ, বেলাল মোহাম্মদ নুরী, ইদ্রিছ আহমেদ মল্লিক, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, মো. সাইফুল ইসলাম সাইফ প্রমুখ। এছাড়াও মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আকতার, সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সভাপতি আলী হোসেন, বাস্তুহারা লীগের সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, জাতীয় দাফন কাফন কমিটির জনাব মিনু, জাতীয় মহাশ্মশান কমিটির চিত্তরঞ্জন দাস, আমরা ঢাকাবাসীর জনাব শুকর সালেক প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত বিতরণ অনুষ্ঠানে আলেম ওলামা সম্প্রদায়, আঞ্জুমানে মফিদুল ইসলাম এর জাতীয় দাফন-কাফন কমিটি, জাতীয় মহাশ্মশান কমিটি, আমরা ঢাকাবাসী, আওয়ামী মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ও রিক্সা শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠনের ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও উন্নতমানের মাস্ক এবং এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয় সংগঠনসমুহের মাঝে। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ভালো মানের মিনিকেট চাল ৫ কেজি, মুসুরি ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১ লি., পিয়াজ ১ কেজি, ডায়ামন্ট আলু ৩ কেজি, লবন ১ কেজি এবং ছোলা ১ কেজি। উপরন্তু বরিশাল বিভাগে কলেরার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বরগুনা জেলার জন্য ২ হাজার ওর স্যালাইন ও ২ শত পুস স্যালাইন এবং বরিশাল বিভাগের অন্যান্য জেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে ৭ হাজার ওর-স্যালাইন ও ৫ শত পুস স্যালাইন বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins