| বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক:
বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংকটের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ আওয়ামীলীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের সকল নাগরিককে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার অনেক অাগে থেকেই প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে প্রতিনিয়ত মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করে আসছেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র নির্দেশনায় ও বাংলাদেশ অাওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্বাবধানে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এবং করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা দেশের বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মাঝে উন্নতমানের কেএন ৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। এ প্রেক্ষিতে অাজ ৩ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ অাওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কার্যালয় থেকে বাংলাদেশ অাওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় বাংলাদেশ অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মজিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক কুদ্দুস অাফ্রাদ এর মাধ্যমে সাংবাদিকদের মাঝে কেএন ৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচির শুভ সুচনা করেন। এ বিতরণ অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল অাজাদ, সিডনী অাওয়ামী লীগের সভাপতি গাউছুল অালম শাহজাদা, উপ-কমিটির সদস্য অাখলাকুর রহমান মাইনু, মোজাফফর হোসেন জমাদ্দার, হারুন অর রশীদ, অামিনুল ইসলাম খান অাবু, মিজানুর রহমান, মাহবুবর রশীদ, অামিনুর রশীদ দুলাল, অাব্দুল বারেক, অাকাশ জয়ন্ত গোপ, অামিনুর রহমান লিটন প্রমুখ।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।