
আরিফুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
মালয়েশিয়ায় টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে খেলতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ হাইকমিশনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো. শামীম আহসান এবং তার সহধর্মিণী প্যান্ডোরা চৌধুরী ক্রিকেটারদের সাদর অভ্যর্থনা জানান। বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীনসহ কোচিং স্টাফের সদস্যবৃন্দ, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন জনাব সৈয়দ আজিজ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ তাদের সহধর্মিণীসহ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, ক্রিকেট বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে এবং বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সেতুবন্ধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। এসময় তিনি বাংলাদেশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন এবং এর মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণদের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন সরকার ক্রীড়া ক্ষেত্রে, বিশেষত মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন যা আন্তর্জাতিক পরিমন্ডলে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
মালয়েশিয়ায় বাংলাদেশী খেলোয়াডদের সফল অংশগ্রহণ এদেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষে তিনি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য কামনা করেন।
ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমাইয়া এবং বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ অনুর্দ্ধ ১৯ নারী ক্রিকেটারদের সম্মানে সংবর্ধনা আয়োজনের জন্য তাঁরা হাইকমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবর্ধনা শেষে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন। (সূত্র:বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া)
Posted ১০:৪১ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।