শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ শীর্ষক ( property map of Bangladesh 2022) এর ‘ report ‘ প্রকাশনা অনুষ্ঠান

রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ শীর্ষক ( property map of Bangladesh 2022) এর ‘ report ‘ প্রকাশনা অনুষ্ঠান

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ( বিবিএস) পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিক (PLS) সেল কর্তৃক বাস্তবায়িত ‘ poverty map of Bangladesh 2022’ রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানটি অদ্য ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বিআইসিসি, আগারগাঁও এ অনুষ্ঠিত হয় । উক্ত প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ মাহবুব হোসেন, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ; বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ms Simone Lawson parchment , Deputy country Director, World Food Programme, Bangladesh , Mr.S.Amer Ahmed, Acting Operations Manager and Program Leader , Human Development for Bangladesh and Bhutan, World Bank । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, মহাপরিচালক , বিবিএস। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবে বিবিএস ও এসআইডির কর্মকর্তাগন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার প্রতিনিধিগণ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণিত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম , উপমহাপরিচালক , বিবিএস এবং Poverty Map of Bangaldesh 2022 বিষয়ক রিপোর্ট বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জনাব মহিউদ্দিন আহমেদ , এমপিত্রিইচ, ফোকাল পয়েন্ট কর্মকর্তা, পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিক সেল, বিবিএস।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ দারিদ্র্য ম্যাপ ২০২২ কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করে বলেন বিবিএস কর্তৃক প্রণীত এই তথ্য-উপাত্ত সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখবে । বিবিএস ১৯৭৩ সাল থেকে খানার আয় ও ব্যয় জরিপ থেকে দারিদ্র পরিমাপ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সাথে খানার আয় ও ব্যয় জরিপ ২০২২ এর ১৭ তম রাউন্ড পরিচালিত হয়েছিল। যেখান থেকে জাতীয় ও বিভাগ পর্যায়ের তথ্য-উপাত্ত উঠে এসেছে। মূলত খানার আয় ও ব্যয় জরিপ এবং জনশুমারি ও গৃহ গণনার উপর ভিত্তি করে স্মল এরিয়া এস্টিমেশন পদ্ধতি ব্যবহার করে দেশের সকল জেলা ও উপজেলার দারিদ্র্য হার প্রাক্কলন করা হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন দারিদ্র্য ম্যাপ প্রণয়ন করে থাকে। যেখানে দারিদ্র্য প্রবণ অঞ্চল ও অতি দারিদ্র প্রবণ অঞ্চল সমূহ ম্যাপে উপস্থাপন করা হয়।

বিবিএস দারিদ্র ম্যাপ প্রণয়নের জন্য বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব ব্যাংক ২০০০ সাল থেকে যৌথভাবে কাজ করে যাচ্ছে। Poverty Map of Bangaldesh 2022 প্রণয়নে বিশ্ব ব্যাংক টেকনিক্যাল সহযোগিতা করেছে এবং বিশ্ব খাদ্য সংস্থা (WFP) আর্থিক সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় এ প্রকাশনা যৌথভাবে প্রস্তুত করা হয়েছে।

বিভিন্ন পলিসি গ্রহণে সরকার সহ বিভিন্ন স্টেকহোল্ডার এর নিকট দারিদ্র পরিসংখ্যান এর উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ; খানার আয় ও ব্যয় জরিপ ও জনশুমারির উপাত্তের উপর ভিত্তি করে জেলা ও উপজেলার দারিদ্র হার প্রাক্কলন করা হয়;দারিদ্র পরিসংখ্যান সংক্রান্ত বিশ্ব ব্যাংক কর্তৃক প্রেরিত গাইডলাইন ব্যবহার করে প্রাক্কলন করা হয়েছে; দারিদ্র বিমোচনের লক্ষ্যে নীতি ও কর্মসূচির নকশা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণে সহায়তা করা।

এছাড়াও তথ্য উপাত্ত সম্বলিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও প্রকাশনার pdf কপি সংযুক্ত করা হলো। বর্ণিত সংবাদটি আপনার বহুল প্রচলিত পত্রিকা/টিভি/অনলাইন মিডিয়ায় প্রকাশ/প্রচারের জন্য অনুরোধ করা হলো।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1001 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins