টি,এম,এ, হাসান, সিরাজগঞ্জ: | রবিবার, ২০ জুন ২০২১ | পড়া হয়েছে 136 বার
বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না - সিরাজগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের ঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪৮১টি পরিবারের মাঝে ঘর প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। রবিবার (২০জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে সিরাজগঞ্জের ৯টি উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৪৮১টি ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সিরাজগঞ্জ-১ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, এনডিসি মুরাদ হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব ইসাহাক আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা ড.জান্নাত আরা হেনরী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফী,
পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশিদুল হাসান রশিদ মোল্লা, বহুলী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন সরকার সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর নির্দেশেনা অনুযায়ী স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না উপকার ভোগীদের মাঝে ঘরের দলিলপত্র বুঝিয়ে দেন। উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৬৫টি, শাহজাদপুরে ৫১টি, তাড়াশে ১০০টি, কাজিপুরে ৫৫টিসহ ৯টি উপজেলায় সর্বমোট ৪৮১টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:০৩ অপরাহ্ণ | রবিবার, ২০ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel