আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | পড়া হয়েছে 52 বার
কাজিপুর পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী আলমপুর এন,এম উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকায় নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসময় বলেন, বাংলাদেশের উন্নয়নের কাজ শুধু আওয়ামী লীগ সরকারই করে। আপনাদের বিবেকের কাছে আবেদন, আপনারা ভোট দেবেন, সরকারের উন্নয়ন দেখে। আজকের শিক্ষার্থীদের মেধা,
শক্তি, শিক্ষার সহযোগিতার মাধ্যমে, স্মার্ট বাংলাদেশের দিকে জননেত্রী শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন।
২৫ মে (বৃহস্পতিবার) সকাল এগারোটায় আলমপুর এন, এম, উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, স্কুল প্রাঙ্গণে, ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, ভবন নির্মাণকারী ঠিকাদার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel