শারমিন আক্তার উপজেলা প্রতিনিধি জামালপুর। | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মেলান্দহ উপজেলার অন্তর্গত ৯ নং ঘোষের পাড়া ইউনিয়নে ক্রমাগত কয়েকদিন যাবত ভিন্ন ভিন্ন জায়গায় আধুনিক কায়দায় পরিকল্পিত ভাবে চুরি হচ্ছে বলে জানান এলাকাবাসী। চুরি করার ধরণ প্রায় একই পদ্ধতি অনুযায়ী করা হচ্ছে। সেই সাথে এই সমস্ত চুরির পেছনে একটা বড় মাথা কাজ করছে বলে আন্দাজ করেন ভুক্তভোগীরা। দীর্ঘ ১৬/১৭ বছর পরে এই ভাবে চুরি করার ঘটনা ঘটলো উক্ত ইউনিয়নটিতে । প্রতিদিন নিয়ম করে চুরি হচ্ছে এলাকার বিভিন্ন স্থানে। কারোর ক্ষেত খামারে পানি দেওয়ার মেশিন, কারোর বাড়ির টিউবওয়েল, কারেন্টের লাইনের মিটার,গরু, আবার কারোর ঘরের ভিটিতে গর্ত করে ঘরে ঢুকে দামী দামী জিনিসপত্র ঘাটাঘাটি করা, সেই সাথে গহনা, টাকা-পয়সা এইসব চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যারা এই সমস্ত হয়রানির শিকার হচ্ছে তাদের কাছে জানতে পারা যায়, দীর্ঘদিন পরে এলাকার মধ্যে এমন তাণ্ডব শুরু হয়েছে। ভুক্তভোগীদের জোর দাবি, কেউ এই চুরি সংক্রান্ত কাজগুলো পরিকল্পিতভাবে করছে। ভুক্তভোগীরা সমাজের সচেতন ব্যক্তিবর্গের নিকট এবং প্রশাসনের নিকট বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। গত কয়েক দিনে পর্যায়ক্রমে অনেকের সাথেই এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। তারা থানায় এসে অভিযোগ দায়ের করতে প্রস্তুত অজ্ঞাত ব্যক্তিদের নামে,ঐ সমস্ত লোকেদের এই জঘন্যতম কাজের জন্য এলাকাবাসী নিন্দা জ্ঞাপন করেছে। এখানে উল্লেখ্য থাকে যে, ভুক্তভোগীরা প্রশাসনের নিকট সন্দেহের তালিকায় যাদের রেখেছেন তাদের অতীতের কার্যকলাপ তুলে ধরতে আগ্রহী। ভুক্তভোগীরা আরোও বলেন, প্রায় দুই তিন মাস আগে (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন সিনিয়র সম্মানিত ব্যক্তি,এলাকার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, এলাকায় যে চুরি হবে বা বিভ্রান্তিকর একটা পরিবেশের সৃষ্টি হবে এরকম কথা জনসম্মুখে বলেছিলেন। ভুক্তভোগী এলাকাবাসীর জোরদাবি, এমন চুরির বিষয়টা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে সবাই একজোট হয়ে জনসম্মুখে বলা সেই ব্যক্তিটিকে টেনে জনসম্মুখেই আনবেন এবং তাদের এই সমস্ত ক্ষতিকর বিষয়গুলোর কৈফিয়ৎ চাইবেন, সেইসাথে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন বলে ব্যক্ত করেন। এলাকার শান্তি বিনষ্ট কারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ঝামেলা বাঁধানোর মতো লোক এলাকায় থাকবেন না বলে তাদের দাবি।
Posted ১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।