রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বশেমুরকৃবি’র প্রথম স্থান ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি:   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট


বিশ্বখ্যাত টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ এ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জনসহ নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে।

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত এ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এ উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর পায়রা ও বিশ্ববিদ্যালয়ের ২৭ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে ২৭টি বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার, ফেস্টুন ও পেইন্টিং নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কৃষি অনুষদ ভবন চত্বরে সমাপ্ত হয়।

অতিথি বৃন্দদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নীচতলায় ফ্যাকাল্টিসমূহের উদ্ভাবিত নানা প্রযুক্তি ও জাত প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার সভায় বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন ও বিশেষত্ব নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিশেষ অতিথি ড. মোঃ নাজমুল করিম খান তাঁর বক্তৃতায় যথাসময়ে শিক্ষার্থীদের শিক্ষা সনদ দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার।

আলোচনায় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বশেমুরকৃবি কেবল টিএইচই র‌্যাঙ্কিংয়েই প্রথম হয়নি বরং উরি এবং সিমাগো র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে। বিগত তিন বছরে এপিএ (অ্যানুয়াল পারফর্মেন্স এগ্রিমেন্ট) তে প্রথম হয়েছে বলেও ভিসি আলোকপাত করেন। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালকে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ১০০-২০০তম স্থানে নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে বলে উপাচার্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের অসামান্য এ অর্জনের জন্য ভিসি বশেমুরকৃবি’র সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, প্রত্যেকের শপথ হওয়া উচিত, যার যে দায়িত্ব তা শতভাগ পালন করা। বশেমুরকৃবিকে বিশেষ বিশ্ববিদ্যালয় অ্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন, বশেমুরকৃবি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে একাডেমিক ক্যালেন্ডার পরিপূর্ণরূপে অনুসরণ করা হয়। তবে জাতীয়ভাবে প্রকৃত তথ্য প্রয়োজন বিধায় যেকোনো প্রয়োজনে শিক্ষা বিভাগ বশেমুরকৃবি’র শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে তৎপর ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী বর্ণিল এ দিবসে বিকেলে শিক্ষার্থীদের ফ্লাশ মুভ এবং সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins