
এ এম উবায়েদ, নিজস্ব প্রতিনিধি | সোমবার, ১৬ মে ২০২২ | পড়া হয়েছে 36 বার
বর্নাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
গত বৃহস্পতিবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। এইদিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা। জানা যায়, ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করা হয়। র্যা লী শেষে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প উদ্ধোধন ও কেক কাটা হয়। পরে উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রোজিনা আখতারের সভাপতিত্বে ও নার্সিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: হাবিবুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা: মো: মুজিবুর রহমান, সহকারী পরিচালক ডা: নাসিরুজ্জামান, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিং সুপারভাইজার মিলন খাতুন, জাকির হোসেন, শুক্লা মন্ডল, মোছা: ফারহানা আক্তার, আফসানা বেগম, ফয়জুন্নেছা মৌসুমী, শান্তা, সুফিয়া আক্তার, নাদিরা সুলতানা, মীর নাইমা ইয়াসমিন, নাহিদা আক্তার এয়াড়াও নার্সিং কর্মকর্তা কামরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, সজিব মিয়া, রামিম, সোহেল মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel