নিজস্ব প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 27 বার
বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে উদযাপন করা হয়েছে সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের ১৪বছরে পদার্পণ উপলক্ষে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক বিশিষ্ট লেখক মু. আ. লতিফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা লেখক অধ্যাপক আবুল কাশেম, এ্যাড. নাসির উদ্দীন ফারুকী ও এ্যাড. অশোক সরকার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, এ্যাড. শেখ মাসুদ ইকবাল, সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মীর আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel