আমতলী বরগুনা প্রতিনিধি : | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বরগুনার আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সন্তানের জননী টুলি বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। টুলি বেগম ওই গ্রামের রুহুল আমিন সিকদারের স্ত্রী।
রবিবার দুপুর দেড়টার দিকে ঘরের আলো জ্বালানোর জন্য বৈদ্যুৎতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টুলি বেগম গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
টুলি বেগমের স্বামী রুহুল আমিন সিকদার জানান, ঘরে বাতি জ্বালানোর জন্য বৈদ্যুৎতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমার স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে#
Posted ১০:৪২ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।