সানজিদ আলম: | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সীতাকুণ্ডে চন্দনাথ পাহাড় এবং খৈয়াছরা ঝর্ণা , যেখানে মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলের ধারা মিশে যায়। শিরশিরে বাতাস নিমেষেই এলোমেলো করে দেয় ঝর্নায় ঘুরতে আসা যে কাওকে।
খৈয়াছরা ঝর্নার জলের মাঝে তামিম তার বন্ধু বান্ধবির সাথে ঝর্নার জলে সুন্দর একটা মূহূর্ত কাটাচ্ছেন ।চন্দনাথ পাহাড়ের মধ্যে দূর দিগন্তে তাকিয়ে তামিম । ইউনিভার্সিটির বন্ধ বান্ধবিদের সাথে ইনয়জ করছেন ভ্রমনের প্রতিটা মূহূর্ত।
তামিম বলেন, এমন সৌন্দর্যে কত দিন হারাইনি। এত সুন্দর জায়গা দেখেই ভেতরে প্রশান্তি চলে এসেছে। মন খুলে উপভোগ করেছি সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেছি জায়গাটা।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।