আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 46 বার
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে আজাদ ডাক্তারের মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ।
এছাড়াও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক কাজল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সম্পাদকমণ্ডলী সদস্য মনির চৌধুরী, সদস্য মো. ফরহাদ হোসেন, বিল্লাল হোসেন, মোখলেছুর রহমান, তুহিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel