আবুল কালাম আজাদ, হরিণাকুন্ডু : | রবিবার, ০২ মে ২০২১ | পড়া হয়েছে 233 বার
ঝিনাইদহের হরিণাকুন্ডেুর নিজতোলা গ্রামে বজ্রপাতে এক কৃষকের ধান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিজ তোলা গ্রামের অসহায় ধান চাষী রিয়াজুল ইসলামের জাড়ো করা ধানের গাদায় বজ্রপাত পড়ে আগুন ধরে যায়। কৃষক রিয়াজুল জানান, ৫০ শতক জমির ধান কেটে এক যায়গায় জড়ো করা ছিল। হঠাৎ শুক্রবার রাতে তার ধানের গাদায় বজ্রপাতটি পড়ে। ফলে সমস্ত ধানে আগুন ধরে যায়। এতে তার ধান পুড়ে ছায় হয়ে যায়। বজ্রপাতে তার শেষ সম্বল টুকু পুড়ে ছাই হয়ে গেছে।তিনি আরো জানান এই ক্ষতিতে তার বৎসরের খাবারের সংকট দেখা সাথে দোকানের হালখাতার টাকা পরিশোধ করতে হিমসিম খেয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২:১৬ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel