টি,এম,এ হাসান সিরাজগঞ্জ: বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
বঙ্গবন্ধু সেতুতে ট্রাককে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়ায় সেই কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন কাভার্ড ভ্যানের সহকারী। বুধবার (৭ জুলাই) মধ্য রাতে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ সীমানার ১১নম্বর পিলারের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক কাজেম আলী (৫০) জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন। তিনি জানান, মধ্যরাতের দিকে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় চালক ও হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে চালক মারা যান। হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক। #
বাংলাদেশ সময়: ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel