পাবনা প্রতিনিধি : | বুধবার, ১৬ জুন ২০২১ | প্রিন্ট
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১৫’ জুন) বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় বালিকা দলের ঈশ্বরদী উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনা সদর উপজেলা এবং বালক দলের ফরিদপুর উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাঁথিয়া উপজেলা দল। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকে মাঠ ছিল পরিপূর্ণ। সাঁথিয়া ও ফরিদপুর উপজেলা উভয় দলের খেলাটি হয়েছে তীব্র প্রতিদন্দিতাপূর্ণ। আক্রমন ও পাল্টা আক্রমনে ফাইনাল খেলাটি দর্শকরা মনোমুগ্ধভাবে উপভোগ করেন। পাবনা সদর উপজেলার বালিকা দলের শ্রেষ্ঠ খেলোয়ার সামিয়া এবং সেরা গোলদাতা নির্বচিত হয় ঈসিতা। বালক দলের সর্বচ্চ গোলদাতা সাঁথিয়ার রায়হান এবং শ্রেষ্ঠ খেলোয়ার ফরিদপুর উপজেলার সজল কুন্ডু। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রাধান অতিথি পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. এস এম জামাল আহম্মেদ, পাবনা জেলা নির্বাহী ম্যাজিট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল। আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া অফিসার ও টুর্ণামেন্ট সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, অর্থ সম্পাদক খন্দকার ইদ্রিস আলী ও সদস্য মাহবুবুর রহমান বাচ্চু প্রমুখ। উভয় খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বেনু, শামীম আহম্মেদ, ছানাউল্লাহ, রবিউস সানি, জামিল আহম্মেদ, তুষার সরকার, আরিফুল ইসলাম ও দিপু। এ টুর্ণামেন্টে ৯টি উপজেলা দল ও পাবনা পৌরসভা দলসহ মোট ১০ টি দলের অংশ গ্রহনে মোট ৯ টি খেলা অনুষ্ঠিত হয়। জামিল হোসেন পাবনা 01711 191204
Posted ৯:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।