নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
পবা উপজেলায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১০ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মো. মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা পেত না। বঙ্গবন্ধু ফিরে না আসলে পৃথিবীর যে রাষ্ট্রগুলো বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল সে স্বীকৃতি পাওয়া সম্ভব হতো না। বঙ্গবন্ধু ফিরে না আসলে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন সম্ভব হতো না। বঙ্গবন্ধু ফিরে না আসলে স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতো। তিনি আরো বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ হতো না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা অসম্পূর্ণ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লাল-সবুজের পতাকা কল্পনা করা যায় না, অসম্প্রাদায়িক বাংলাদেশ কখনো কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আমরা স্বাধীন, সার্বভৌম এটা কখনো কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তাঁর বিশ্বাস ও আদর্শ আমাদের মাঝে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝেই আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। তিনি বাঙালি জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। পবা উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পবা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুফিয়া হাসান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু সামা, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য হযরত আলী, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ সভাপতি মো. এমদাদুল হক, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন সভাপতি সোহরাব আলী, হরিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নবাব আলী, দামকুড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক শ্রী গুরুপদ সরকার, বড়গাছী ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাগর, মহিলা আ’লীগের সভাপতি নারিফা বেগম, যুব মহিলা লীগের সভাপতি হাসিনা বেগমসহ পবা উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, পবা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Posted ২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।