• শিরোনাম

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

    অনলাইন ডেস্ক | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 358 বার

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

    apps

    আশুলিয়া প্রতিনিধি: ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির কার্যালয়ে বিকেল  সাড়ে ৩টায় আলোচনা সভায় আশুলিয়া থানা কমিটির সহ সভাপতি মামুন রানা বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে পাকিস্তানের কারাগারে বন্দি করা হয়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি সুরুজ বেপারী আরো বলেন উনিশো একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গননা শেষে লন্ডন-দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। বঙ্গবন্ধু হানাদারমুক্ত স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন বিজয়ের মালা পরে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কর্মসূচির শেষে সভাপতি সুরুজ বেপারী মাননীয় প্রধান মন্ত্রীর দীর্ঘকামনা করে অনুষ্ঠান শেষ করেন । ঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি সুরুজ বেপারী, সহ সভাপতি মামুন রানা,সহ সাংগঠনিক দিদারুল আলম নুর নবী মোস্তাফা সহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির নেতৃবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১০:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ