| শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নূরুদ্দীন দরজী:
শত শত বছরের পরাধীনতার গ্লানি
– যিনি ঘুচিয়েছেন তিনি বঙ্গবন্ধু,
বাংলাদেশ যার হাত ধরে ফুল হয়ে
– ফুটে উঠেছে তিনি বঙ্গবন্ধু।
আজকের বাংলাদেশ এমন ছিলনা
– -ছিল শোষিত বঞ্চিত,
বিদেশি বেনিয়া শাসনের নামে শোষণ
– – কেড়ে নিয়েছিল আমাদের সর্বস্ব।
বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে স্বাধীনতা যা
– -অস্তমিত হয়েছিল পলাশী প্রান্তরে,
– দুশো বছর পর ১৯৪৭এ আবার ধৃর্ত
– পাকিস্তানের খপ্পরে।
১৯৭১সালে বঙ্গবন্ধুর উদাত্ত আহবান
– – এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
– জেগে উঠে শতকোটি প্রাণ বজ্রকন্ঠ
-এবারের সংগ্ৰাম স্বাধীনতার সংগ্রাম
পেলাম স্বাধীনতা-পশুরা তাঁকে বাঁচতে
– -দিলনা,দিল শোকের সাগর,
১৯৭৫ ১৫আগষ্ট হতে প্রতিটি বাঙালি
-হৃদয়ে বহে রক্তশোকের নহর।
বাঙালি বঙ্গবন্ধুর কাছে চিরঋণী যে
– -ঋণ বাড়ছে দিন দিন প্রতিদিন,
বাংলার মানুষ কি পারবে কোন দিন
– – -শোধিতে তাঁর ভালবাসার ঋণ।
Posted ৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।