
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী : | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
‘তথ্যই শক্তি— জানব, জানাব, দুর্নীতি রুখব’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার শহিদ খোকন পৌর শিশু উদ্যানে ০২-০৩ ডিসেম্বর দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
বগুগা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোসা: হোসনা আফরোজ , তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পুলিশ সুপার, মোঃ জেদান আল মুসা, পিপিএম।
তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সব দফতরকে স্বতঃপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে। ওয়েবসাইটে নিয়মিত তথ্য হালনাগাদ করতে হবে। জনগণকে সচেতন হতে হবে। নাগরিক সচেতন হয়ে তথ্য চাইলে সরকারি কর্মকর্তারা তথ্য দিতে বাধ্য বলে বক্তব্যে জানান অতিথিবৃন্দ।
তথ্যমেলার সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ৩০টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। মেলায় সর্বোচ্চ সেবাদাতা প্রতিষ্ঠান বিবেচিত হয় বাংলাদেশ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়া। এ ছাড়া তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বই বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সহসভাপতি মিলন রহমান, তথ্যমেলা ২০২৪ উদ্যাপন উপকমিটির আহ্বায়ক মাছুদার রহমান হেলাল, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মঞ্জুর হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।উক্ত তথ্যমেলা ২০২৪ইং সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত সার্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।