| বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | প্রিন্ট
(ইসলাম সাইফুল)
বৌদি কেমন আছো !
এবারের পুজোতে মিঠে কড়া
নাড়ু বানিয়েছো!
তোমাকে দেখতে তোমার গোপাল পাগল হয়েই আছে !
তোমার বিশালাক্ষী চোখে
নেশার কাজল
গৌরী সুন্দর আলতা ঠোটে
সাচি পানে সুবাস মাখা !
ধুপজ্বলা আগর তুমি
ঢলে পড়া আশ্বিনের ডগা ।
অথচ দাদা আমার চোখেই দেখে না
তেজারতির ব্যবসা!
সারাদিন দোকান করে সরকার এর সাথে হিসেব করে বলে
গোপাল এবারেও পাটের হিসেবে গরমিল । সমর কে বদলাতে ই হবে !
তুই বাড়ি আয় ব্যবসা দেখ !
তার মাথায় কদুর তৈল এর গন্ধ
কপালে চান্দন হিসেবে ঠনঠন।
আমি হিসেব জানি না
এবার পুজোয় আসলে আর ফেরাতে পারবে না ।
বললে হবে না বিসর্জন টা যাক !
হবেক্ষন! তোমার বিয়ে দিব
রাজ নগরে পাত্রী দেখেছি
সাবুদানার মত ফর্সা আঙুরের মত গাল । তখন আর আমার কথা মনে পড়বে না ঠাকুর পো । ভুলে যাবে আমাকে!
আমি কিন্তু ভুলবো না
কাঙালিভোজন চালের মিষ্টান্ন
আর গনেশ দার দোকানের মিষ্টি ।
তোমার জন্য নিয়ে আসবো !
আর আনবো একটা টিপ বোতাম
যা তুমি অযেত্ন খুলে রাখো !
বৌদি কেমন আছ ?।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।