অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 216 বার
নবকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বার জাতীয় লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। শুক্রবার থেকে শুরু হওয়া নতুন পদক্ষেপ সম্পর্কে তিনি বলেছেন, কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে পারবে সবাই। নভেম্বর মাস জুড়ে এই লকডাউন কার্যকর থাকবে।
ম্যাখোঁ জানিয়েছেন,রেস্তোঁরা ও বারের মতো অপ্রয়োজনীয় সকল ধরণের ব্যবসায় বন্ধ থাকবে। তবে স্কুল ও কারখানা খোলা থাকবে। এছাড়া মার্চ মাসের মত একটি ফর্ম পূরণ করে প্রয়োজনে সবাই বাড়ির বাইরে যেতে পারবে।
এপ্রিল থেকে করোনায় মৃত্যু সর্বোচ্চ স্তরে রয়েছে ফ্রান্স। মঙ্গলবার ৩৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
বাংলাদেশ সময়: ৯:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel