শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ফোন করলেই বাসায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

জামিল হোসেন পাবনা   |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট

ফোন করলেই বাসায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে করোনা রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে সরবরাহ করছে। কঠোর লকডাউনের প্রথম দিনে ২৫টি সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু করা হলেও বর্তমানে একশো সিলিন্ডার সরবরাহ করেছে তারা। লকডাউনের চতুর্থদিনে এখন পর্যন্ত তারা একশো অক্সিজেন সিলিন্ডার পৌর এলাকার বিভিন্ন বাড়িতে পৌছে দিয়েছেন। আর এই কার্যক্রমে ব্যাপক সুনামসহ সারা পেয়েছেন তারা। তবে এতো মানুষ অক্সিজেনের সমস্যার মধ্যে রয়েছে সেটা তারা কল্পনাও করতে পারেনি। তাই সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন যুবলীগের সেচ্ছা সেবক কর্মীরা। দেশব্যাপী করেনা সংক্রমণ উর্ধ্বমুখি হওয়ার কারণে চলছে কঠোর লকডাউন। লকডাউনের মধ্যে মানব সেবায় মাঠে কাজ করছেন পাবনা জেলা যুবলীগের এক ঝাঁক তরুণ নেতাকর্মীরা। আর এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে পাবনা জেলা যুবলীগের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিক। তাদের সাথে এই কার্যক্রম সফল করতে অর্ধশত যুবলীগের সেচ্ছা সেবক দিনরাত পরিশ্রম করছেন মানব সেবার জন্য। লকডাউনের প্রথম দিন থেকে পৌর এলাকার বিভিন্ন বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছে তারা। প্রথম দিনে ২৫টি সিলিন্ডার দিয়ে ফেসবুকে ঘোষনা দেয়ার সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায অক্সিজেন সিলিন্ডার। পরবর্তীতে আরো ৩০টি ক্রয় করে সেগুলোও শেষ হয়ে গেলে পরে আরো ৪৫টি অক্সিজেন সিলিন্ডার ঢাকা থেকে নিয়ে আসে তারা। এখন যে সকল বাড়িতে এই অক্সিজেন সিলিন্ডার দেয়া আছে সেই সকল বাড়ি থেকে খালি সিলিন্ডার সংগ্রহ করে সেটিতে অক্সিজেন ভোরে প্রস্তুত রেখেছেন। এই কার্যক্রমে ৫০ জন সেচ্ছাসেবী ১০টি মোটরসাইকেল দিনরাত কাজ করছেন। অক্সিজেন সরবরাহের বিষয়ে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, মানুষের সেবার জন্য রাজনীতি আমরা করি। বঙ্গবন্ধু’র নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তারই কন্যা বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারাবিশ্বে যখন করেনা মহামারি জন্য অর্থনৈতিক ব্যবস্থা মন্দা তথন কিন্তু আমাদের দেশের অর্থনৈতি ব্যবস্থা ভেঙ্গে পরেনি। এর মূল শক্তি আমাদের বিচক্ষণ প্রধানমন্ত্রীর কারণে হয়েছে। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে হয়? করোনা ভাইরাসের প্রথম থেকেই আমরা জেলা যুবলীগ জেলার কর্মহীন মানুষের পাশে থেকেছি এখনো আছি। এবারের করেনার উর্ধ্বমুখির জন্য আমরা খাদ্য সামগ্রী না দিয়ে অসুস্থ্য মানুষকে বাঁচানোর জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছি। এই কাজের সার্বিক তত্বাবধান করছেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক। আমরা ভাবতেই পারিনি এতো মানুষ গোপনে অসুস্থ্য হয়ে বাসাতে রয়েছেন। বেশিরভাগ রোগীর শ্বাস কষ্টের জন্য অক্সিজেন অতিব প্রয়োজন হচ্ছে। তবে আমাদের একার পক্ষে এই কাজ করা সম্ভব না। তাই সকলকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে এক সাথে কাজ করলে আমরা নিশ্চই করোনাকে পরাজিত করতে পারবো। আমাদের সবাইকে সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে আসা যাবে না। মাক্স ছাড়া চলাফেরা করা যাবে না। আর অক্সিজেনের প্রয়োজন হলে আমাদের হট লাইনে ফোন করুন নাম্বার -০১৭২৪-০৭৬৭৭০। আমাদের সেচ্ছা সেবকেরা আপনার ঠিকানায় পৌঁছে দিবে অক্সিজেন সিলিন্ডার। আর সকলের কাছে একটি চাওয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি।

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins